লক্ষ্মীপুর প্রতিনিধি : : লক্ষ্মীপুরে ইউপি সদস্য কামরুল সরকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে হামলার অভিযোগও তার বিরুদ্ধে। এমনটি অভিযোগ করেন সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়নের সাহাবুদ্দিন মোল্লা ও তার পরিবার। সাহাবুদ্দিন ঐ ইউনিয়নের উত্তর চর রমনী গ্রামের মৃত সোলেমান মাষ্টারের ছেলে। অভিযুক্ত কামরুল সরকার একই এলাকার ইমাম হোসেন করাতির ছেলে ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়া তিনি ইউনিয়ন যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করছেন।.
.
সাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, গত দেড় বছর আগে কামরুল সরকার তার পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেন। এতে পার্শ্ববর্তী আমাদের জমির পাড় সহ একটি অংশ ভেঙে যায়। ঐ পাড় বেঁধে দেওয়ার জন্য কামরুল সরকারকে বললে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং দিচ্ছি দেবো বলে কালক্ষেপণ করেন। সম্প্রতি আমার ছেলে মোঃ মানিক মিয়া ও কামাল হোসেন প্রবাস থেকে আসে। কামরুল সরকার তাদের কাছ থেকে ৩লাখ চাঁদা দাবি করে। সে টাকা না দেওয়ায় গত ১৭এপ্রিল সন্ধ্যায় কামরুল সরকার ও তার লোকজন ভাঙ্গা ব্রিজ এলাকায় আমার ছেলে মানিক ও কামালকে আটকে রাখে এবং মারধর করে। পরে আমি গিয়ে ১৫হাজার টাকা দেওয়ার আশ্বাসে তাদের উদ্ধার করে নিয়ে আসি। আমি এ ঘটনার বিচার দাবি করি।.
.
সাহাবুদ্দিনের ছেলেরা বলেন, কামরুল সরকার ইউপি সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে। গত ২১এপ্রিল রাতে তার লোকজন দিয়ে আমাদের গাছ গাছালি কেটে ফেলে। এছাড়া আমাদের উপর হামলা ও চাঁদা দাবি করে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করি।.
.
তবে অভিযোগ অস্বীকার করে কামরুল সরকার বলেন, ড্রেজারে বালু উত্তোলন করা সত্য নয়। জোয়ারের পানিতে তাদের জমি ভেঙ্গেছে। এছাড়া চাঁদা দাবি ও মারধরের ঘটনাও মিথ্যা। মোঃ আলি নামের এক ব্যবসায়ী মানিকের কাছ থেকে টাকা পাবে। টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। আমি ঘটনাস্থলে গিয়ে সমাধানের চেষ্টা করি।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: